কাল বা পরশু থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী 

  • Update Time : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • / 380

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটছে। আগামীকাল অথবা পরশু থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৭ লাখ ৮১ হাজার টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে করোনার অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা দেওয়া শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝপথে বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media


কাল বা পরশু থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী 

Update Time : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটছে। আগামীকাল অথবা পরশু থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৭ লাখ ৮১ হাজার টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে করোনার অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা দেওয়া শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝপথে বন্ধ হয়ে যায়।