নির্মল ভালোবাসা
- Update Time : ১২:২৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / 215
নির্মল ভালোবাসা
সনজিত চন্দ্র দাস
ভালোবাসি আমি কাটিয়েছি যামিনী
হয়নি তো কখনো লোভী কামিনি
রেখেছি ভরসা তোমার অধরে
তুমি রাখো না যতই অনাদরে!
স্বার্থান্বেষী হবো না কভু, যতদিন রবে প্রাণ
মরবো আমি তবুও তোমাতে কমবে না মোর টান!
শত আসুক যত বাধা-বিপত্তি, অশ্রুধারার বাণ
জীবন তবেই স্বার্থক হবে যদি সপি তোমাতে জান!
ভালোবাসার কোন মূল্য হয়না, অমূল্য সে ধন
সবাই শুধু অভিনয় করে জানে সেটা কজন!
দূরত্ব কখনো কমাতে পারে না ভালোবাসা
যারা ভালোবাসতে জানে তারা হয়না নিরাশা!
ভালোবেসে যারা সন্ত হয়নি হয়নি পুরোহিত
তাদের দ্বারা কোনদিন ও হবে না জগতের হিত!
ভালোবাসা মারণাস্ত্র যদি প্রয়োগ করা যায়
এই বাণে মরে না এমন প্রাণী নাই দুনিয়ায়!
Tag :
সনজিত চন্দ্র দাস