করোনা মহামারীতেও থেমে নেই আরইউট্যাবের কার্যক্রম
- Update Time : ০৮:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / 173
আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:
চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সমানতালে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট বলের (আরইউট্যাব) ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন কার্যক্রম। সুষ্ঠভাবে ক্লাবের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য নেয়া হয়েছে বিভিন্ন উদ্যেগ। অনলাইনে চলছে বিভিন্ন ধরণের ওয়েবিনার।
আরইউট্যাব সূত্রে জানা যায়, স্কিল ডেভলপমেন্ট ,মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট, মিডিয়া এবং কালচারাল- এই চারটি সেক্টরে শিক্ষার্থীদের নিয়ে কাজের মাধ্যমে জীবন এবং ক্যারিয়ারে উন্নয়ন আরইউট্যাবের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণের জন্য তারা ইতমধ্যে বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করেছে।
ওয়েবিনারের মাধ্যমে গ্রাফিক ডিজাইন ট্রেইনিং প্রোগ্রাম আয়োজন, অভিনয় শিক্ষা কোর্স, লিডারশীপ ট্রেইনিং প্রোগ্রাম, মেন্টাল হেলথ সেশন, সাইকোলজি লাইভ শো, ইন্টারভিউ ট্রেইনিং প্রোগ্রাম, ই-মেইল ম্যানেজমেন্ট, পাওয়ার পয়েন্ট স্লাইডমেকিং ট্রেইনিং প্রোগ্রাম, প্রেজেন্টেশন ট্রেইনিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
আরইউট্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এর প্রতিষ্ঠাতা ইফতেখার আলম ধ্রুব বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেইনিং প্রোগ্রাম, ৪ মাস ব্যাপী স্পোকেন ইংলিশ ট্রেইনিং প্রোগ্রাম, ভিডিও এডিটিং কোর্স আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলে, এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। যেখানে কোনো একাডেমিক শিক্ষা নয় বরং শিক্ষা দেওয়া হয় জীবন এবং ক্যারিয়ার বিষয়ে।
‘আরইউট্যাবের রয়েছে প্রতিটি সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ইন্ট্রা কম্পিটিশন। এখানে মেম্বারশিপ অর্জনের জন্য সকলকে পার করতে হয় সাইকোলজি টেস্ট, যার মাধ্যমে অল্প সময়ে একটি ধারনা অর্জন করা সম্ভব হয়। উত্তীর্ণ সদস্যরা আরইউট্যাব মেম্বারশীপ অর্জন করতে পারবে।’ তিনি আরো যোগ করেন।
আরইউট্যাবের জুনিয়র এক্সিকিউটিভ মেম্বার শাম্মি আকতার জুথি বলেন, এটি এমন একটি ক্লাব যেখানে একজন শিক্ষার্থীকে তার ক্যারিয়ার প্রস্তুত করতে সাহায্য করে এবং নিজের জড়তা কাটিয়ে নিজেকে সবার সামনে মেলে ধরতে শিখায়। সর্বোপরি শিক্ষার্থীদের জন্য স্বপ্নের প্লাটফর্ম আরইউট্যাব।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট বল (আরইউট্যাব) ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিা হয়। এর বর্তমান সভাপতি উম্মে রহমাতুন নাহার ও সাধারণ সম্পাদক রাজীব হোসেন।