ঢাবি কারিগরি কর্মচারী সমিতির কার্যকরী পরিষদকে অব্যাহতি দিয়ে অন্তবর্তীকালীন পরিষদ গঠন
- Update Time : ০৬:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / 336
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির কার্যকরী পরিষদকে অব্যাহতি প্রদান করে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নতুন অন্তবর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে৷
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি কর্মচারী সমিতির সংবিধানের ১৩(খ) ধারা অনুযায়ী বর্তমান পরিষদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে কর্তৃপক্ষের আদেশের তারিখ অর্থাৎ ১২-১১-২০২৪ ইং তারিখ থেকে নিন্মলিখিত ৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে৷
অন্তবর্তীকালীন এই পরিষদের আহ্বায়ক করা হয়েছে ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট মো: আব্দুল আউয়াল কে।
কমিটির অন্য ৪ সদস্য হলেন – প্রধান প্রকৌশলীর দপ্তরের কর্মচারী মো: ইকবাল হোসেন, মো: রিয়াজ আহম্মেদ ও মো: আরিফুজ্জামান সোহেল এবং ঢাবির বিজ্ঞান কারখানার মো: কামরুল হাসান ।