মিরসরাইয়ে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আশিষ পুরোহিত আটক
- Update Time : ০৯:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 30
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
মিরসরাইয়ে করেরহাট অলিনগর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) হাতে ভারতীয় নাগরিক আশিষ পুরোহিত আটক।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০১/৬-আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব অলিনগর নামক স্থান হতে আশীশ পুরোহিত (৬৫), পিতা- মৃত নির্মল চন্দ্র পুরোহিত, ২৩৪ এস এ চৌধুরী লেইন, এনায়েত বাজার, পোষ্ট ও থানা- চট্টগ্রাম সদর, জেলা-চট্টগ্রাম অবৈধভাবে ভারতে গমনকালে স্থানীয় জনসাধারনের সহায়তায় বিজিবি টহল দল কর্তৃক আটক করা হয়। উল্লেখ্য, উক্ত ব্যাক্তির নিকট ভরতীয় আধার কার্ড পাওয়া যায় যাতে নাম-আশীশ পুরোহিত, পিতা- নির্মল চন্দ্র পুরোহিত, ঠিকানা- ১৬ই নস্কর পাড়া লেন, নস্কর পাড়া বাজার, ঢাকুরিয়া, কোলকাতা, ঢাকুরিয়া, পশ্চিমবঙ্গ, ৭০০০৩১ উল্লেখ রয়েছে। উক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিল। দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।