ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ
- Update Time : ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 36
প্রথম আলো ও ডেইলি স্টারের ‘দেশবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে আমজনতার শান্তিপূর্ণ জিয়াফত অনুষ্ঠানে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে ঢাবি শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পোড়ান তারা।
রোববার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘প্রথম আলো-ডেইলি স্টার, তৈরি করে স্বৈরাচার’; ‘কারওয়ানবাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে ঢাবি শিক্ষার্থীরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করা প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়।
তারা আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন,রাকিবুল ইসলাম, শাহেদুল ইসলাম ইমন ও শাহরিয়ার আলম প্রমুখ।