৫০ মিলিয়ন ডলারের টার্ম লোনের দ্বিতীয় কিস্তির ডকুমেন্ট বিনিময় করছেন প্রাইম ব্যাংক
- Update Time : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 24
নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি-এর হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ডাচ্ ডেভলপমেন্ট ব্যাংক এফএমও-এর কাছ থেকে পাওয়া ৫০ মিলিয়ন ডলারের টার্ম লোনের দ্বিতীয় কিস্তির ডকুমেন্ট বিনিময় করছেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশিদ এবং এফএমও-এর সিআরও ও ম্যানেজমেন্ট বোর্ড মেম্বার ফ্রাংকা ভোসেন।
দেশের এসএমই, কৃষি, নারী, যুব উন্নয়ন এবং গ্রিন প্রকল্পগুলোতে অর্থায়নে এই ফান্ড ব্যবহার করবে প্রাইম ব্যাংক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফএমও-এর সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার অ্যালেসিও ক্রেসতানি এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Tag :
প্রাইম ব্যাংক