স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৭তম সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 26
নিজস্ব প্রতিনিধিঃ
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ও শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক মোহাম্মদ আবদুল আজিজ এবং ব্যাংকের পরিচালক ও শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক এ কে এম আবদুল আলীম- এর উপস্থিতিতে, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, সদস্য মো. ফরিদউদ্দীন আহমদ, ড. মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী, ও প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊধ্র্বতন কর্মকর্তাবৃন্দ।