বশেমুরবিপ্রবি’তে বিজয় দিবস উপলক্ষে ইতিহাস বিভাগ কর্তৃক সেমিনার অনুষ্ঠিত
- Update Time : ০৮:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / 209
রাকিবুল হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস-২০২২ উপলক্ষে “মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়ঃ বিরঙ্গনা প্রসঙ্গ” শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।
আজ ১১ নভেম্বর রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৫২৭ নং কক্ষে ইতিহাস বিভাগ এই সেমিনারের আয়োজন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি’র উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোছাঃ সানজিদা পারভীনের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু মো.দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরঙ্গনা কানন গোমেজ,উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া।
এ সময়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, “বীরাঙ্গনা আমাদের মহান মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়। বিজয়ের মাসে আমরা সেসব বীরাঙ্গনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।বঙ্গবন্ধু সর্বপ্রথম তাদের অধিকার ও সম্মানের বিষয় সামনে এনেছেন।”
বিশেষ অতিথি বীরঙ্গনা কানন গোমেজ তার বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা কি অবর্ণনীয় কষ্ট সহ্য করেছি তা কথা মুখে বলার ভাষা নেই । বীরঙ্গনা হওয়ার জন্য মুক্তিযুদ্ধের পরেও আমাকে স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে যেখানে গিয়েছি সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর সহায়তায় বেশ ভালো আছি।”
সভাপতির বক্তব্যে মোছাঃ সানজিদা পারভীন বলেন, “বীরাঙ্গনারা জাতির কৃতী সন্তান। তবে দীর্ঘদিন তারা অবহেলিত ছিলেন। তাদের স্বীকৃতি প্রদান করে সম্মানিত করা হলেও, তারা এর থেকে বেশি মর্যাদাসম্পন্ন। তাদের থেকে শিক্ষা নিয়ে সমাজের নির্যাতিতা মা- বোনেরা সাহস পেতে পারে।”
উল্লেখ্য সেমিনারটি সকাল ১১ টায় সেমিনার গ্রন্থাগার উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দুপুর ১ঃ৩০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।