বশেমুরবিপ্রবি’তে উৎসবের আমেজ,পরপর দুইটি র্যাগ ডে
- Update Time : ০৭:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / 192
রাকিবুল হাসান,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
মানুষের পৃথিবীতে আগমনী দিনে বিদায়ের ক্ষণ জানার সুযোগ না থাকলেও, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় প্রতিষ্ঠান থেকে বিদায়ের দিন জানা যায়। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে সেই দিন বা সময়টিকে বলা হয় র্যাগ-ডে কিংবা শিক্ষা সমাপনী। একজন শিক্ষার্থীকে বিদায়ের আবেগ মেখে, মায়ার বাঁধন ছেড়ে, স্মৃতির ঝুলি কাধে নিয়ে, জেষ্ঠত্তের দায়িত্ব মাথায় তুলে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে হয় বিশ্ববিদ্যালয় জীবন।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) একই মাসে হচ্ছে দুই ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। ক্যাম্পাসের ষষ্ঠ ব্যাচের র্যাগ-ডে ১৫ ও ১৭ ডিসেম্বর এবং সপ্তম ব্যাচের র্যাগ-ডে ২৮ ও ২৯ ডিসেম্বর। দীর্ঘ সময় পর টানা দুটো বড় প্রোগ্রাম পেয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভাসছে সীমাহীন আনন্দে।
“ছিনিয়ে আনবো জয়, আমরা এক ছয়” স্লোগানকে সামনে রেখে ষষ্ঠ ব্যাচের (২০১৬-১৭ সেশন) নামকরণ করা হয়েছে “অদ্রিত-১৬”। ১৫ ডিসেম্বর রং খেলার অনুষ্ঠান ‘কালারফেস্ট’ এ শুরু হয়ে ১৭ ডিসেম্বর মূল আকর্ষণ জমজমাট কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে ষষ্ঠ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন।
এদিকে “সত্ত্বার সন্ধিক্ষণে সাহসী পদার্পণে” স্লোগান নিয়ে সপ্তম ব্যাচের নামকরন করা হয়েছে “সাত্ত্বিক ৭”। ২৮ তারিখে কলারফেস্ট দিয়ে আয়োজন শুরু হয়ে ২৯ তারিখ কনসার্টের মাধ্যমে শেষ হবে ২০১৭-১৮ সেশনের শিক্ষা সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনায় ২০১৬-১৭ সেশন এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান আটকে যায়। যথাসময়ে না হাওয়া অনুষ্ঠান এতদিন পরে হলেও, অনুষ্ঠিত হবে বলে সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আনন্দিত।