দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইউনূস

  • Update Time : ১০:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 47

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, সফরসঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

জাপান সফরকালে অধ্যাপক ইউনূস প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।

প্রেস সচিবের ভাষায়, এই সফর ছিল “উৎপাদনশীল ও অর্থবহ”, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ইউনূস

Update Time : ১০:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, সফরসঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

জাপান সফরকালে অধ্যাপক ইউনূস প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।

প্রেস সচিবের ভাষায়, এই সফর ছিল “উৎপাদনশীল ও অর্থবহ”, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।