মগবাজার রেলক্রসিংয়ে আটকে পড়া গাড়ি দুমড়ে-মুচড়ে গেল ট্রেন
- Update Time : ০৮:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / 61
নিজস্ব প্রতিনিধি:
ট্রেনের ধাক্কায় রাজধানীর মগবাজারে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মগবাজার রেলগেটে যানজটের কারণে রেলক্রসিংয়ে কয়েকটি প্রাইভেটকার, সিএনজি অটো, মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এসময় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কিছু গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার কথা স্বীকার করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, সেখানে পুলিশ রয়েছে। রেলগেটে কিছু গাড়ি আটকে যাবার কারণে এই দুর্ঘটনা বলে জানা গেছে।
Tag :