এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই ‘

  • Update Time : ০৯:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 124

রেজা শাহীন:

তরুণ লেখক এমদাদ হোসেনের প্রথম কবিতার বই ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলায় ২০২৫ এ।

বইটি প্রকাশ করছে বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন। অমর একুশে বইমেলার ভূমি প্রকাশনীর ৬০৫-৬ নং স্টলে বইটি পাওয়া যাবে।

কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ এক অসীম শূন্যতার মাঝেও জীবনের রঙ, ছন্দ, এবং অনুভূতির সূক্ষ্ম পরতগুলোকে তুলে ধরে। তার কবিতায় প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি তার গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের গাঁথুনিতে তিনি সৃষ্টি করেন এক মনোমুগ্ধকর ভূবন, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য।

এ গ্রন্থের মধ্য দিয়ে পাঠক এক নতুন কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হবেন, যিনি আবেগ ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছেন এক সৃজনশীল জগত।

লেখালেখি নিয়ে জানতে চাইলে এই তরুণ লেখক বলেন, ‘পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরির পাশাপাশি তিনি কবিতাকে তার আত্মার মুক্তির মাধ্যম হিসেবে বেছে নেন, এবং স্বতঃস্ফূর্তভাবে ডুবে যান শব্দের অন্বেষণে।’

Tag :

Please Share This Post in Your Social Media


এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই ‘

Update Time : ০৯:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রেজা শাহীন:

তরুণ লেখক এমদাদ হোসেনের প্রথম কবিতার বই ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলায় ২০২৫ এ।

বইটি প্রকাশ করছে বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন। অমর একুশে বইমেলার ভূমি প্রকাশনীর ৬০৫-৬ নং স্টলে বইটি পাওয়া যাবে।

কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ এক অসীম শূন্যতার মাঝেও জীবনের রঙ, ছন্দ, এবং অনুভূতির সূক্ষ্ম পরতগুলোকে তুলে ধরে। তার কবিতায় প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি তার গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের গাঁথুনিতে তিনি সৃষ্টি করেন এক মনোমুগ্ধকর ভূবন, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য।

এ গ্রন্থের মধ্য দিয়ে পাঠক এক নতুন কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হবেন, যিনি আবেগ ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছেন এক সৃজনশীল জগত।

লেখালেখি নিয়ে জানতে চাইলে এই তরুণ লেখক বলেন, ‘পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরির পাশাপাশি তিনি কবিতাকে তার আত্মার মুক্তির মাধ্যম হিসেবে বেছে নেন, এবং স্বতঃস্ফূর্তভাবে ডুবে যান শব্দের অন্বেষণে।’