পেরুতে বাস খাদে পড়ে ৩২ যাত্রী নিহত
- Update Time : ০১:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 155
আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জনের বেশি যাত্রী।
স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা, রয়টার্স ও এএফপি।
মঙ্গলবার দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত সংকীর্ণ ক্যারেতেরা সেন্ট্রাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড়ি এ সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে। দুর্ঘটনায় নিহত ৩২ জনের মধ্যে দুজন শিশু রয়েছে।
পেরুর পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬৩ যাত্রী ছিলেন। নিহত ৩২ জনের মধ্যে ৬ বছর বয়সি একটি ছেলেশিশু এবং ৩ বছর বয়সি একটি মেয়েশিশুও রয়েছে।
নিহতদের মৃতদেহ এবং জীবিতদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদের নিচে পড়ে যায়। বাসটি দ্রুতগতিতে চলছিল বলেও অভিযোগ রয়েছে।