ইসরায়েলি সেনাদের সহযোগিতায় আকসায় ঢুকলো ৪০০ ইহুদি

  • Update Time : ০৯:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / 176

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিবাদীরা।

রোববার (১৮ জুলাই) ইসরাইলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করে ৪০০ বেশি ইহুদি।

এ সময় তাদের সঙ্গে মুসলিমদের উত্তেজনা দেখা দেয়। সূত্র: পার্সটুডে

এর জের ধরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর এবং তাকে আটক করে। এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদের প্রস্তুত থাকতে বলেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে সোমবার (১৯ জুলাই) আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলেছে।

একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।

Please Share This Post in Your Social Media


ইসরায়েলি সেনাদের সহযোগিতায় আকসায় ঢুকলো ৪০০ ইহুদি

Update Time : ০৯:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার অবমাননা করেছে দখলদার ইহুদিবাদীরা।

রোববার (১৮ জুলাই) ইসরাইলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করে ৪০০ বেশি ইহুদি।

এ সময় তাদের সঙ্গে মুসলিমদের উত্তেজনা দেখা দেয়। সূত্র: পার্সটুডে

এর জের ধরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর এবং তাকে আটক করে। এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদের প্রস্তুত থাকতে বলেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে সোমবার (১৯ জুলাই) আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলেছে।

একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।