করোনায় প্রাণহানি ৪০ লাখ ছুঁইছুঁই

  • Update Time : ০১:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / 196

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডবে অতিষ্ঠ গোটা বিশ্ব। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও সাড়ে ৭ হাজার প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ মানুষ।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৩৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৪৫৫ জনের। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩৩৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮৪১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৭৬। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৫৫ জনের। চিকিৎসাধীন ৪৮ লাখ ৭৯ হাজার ৫০০ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৯৪৭ জনের। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৭৯৭। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪৩ হাজার ৪২৫ জন। যাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ১৫ জনের। চিকিৎসাধীন ৪ লাখ ৮৫ হাজার ৩৪০ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩১ জনের এবং শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫৫৬ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ২৫। চিকিৎসাধীন ১১ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও ইতালিতে সংক্রমণ সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার। আর ৯ লাখ ৩৬ হাজার সংক্রমণ নিয়ে ৩০ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যু ছাড়িয়েছে ১৪ হাজার ৯শ।

Please Share This Post in Your Social Media


করোনায় প্রাণহানি ৪০ লাখ ছুঁইছুঁই

Update Time : ০১:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডবে অতিষ্ঠ গোটা বিশ্ব। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও সাড়ে ৭ হাজার প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ মানুষ।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৩৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৪৫৫ জনের। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৬ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩৩৯ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮৪১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৭৬। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৫৫ জনের। চিকিৎসাধীন ৪৮ লাখ ৭৯ হাজার ৫০০ জন।

এর পরের স্থানেই অবস্থান করা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৯৪৭ জনের। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৭৯৭। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪৩ হাজার ৪২৫ জন। যাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ১৫ জনের। চিকিৎসাধীন ৪ লাখ ৮৫ হাজার ৩৪০ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩১ জনের এবং শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৫৫৬ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ২৫। চিকিৎসাধীন ১১ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও ইতালিতে সংক্রমণ সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার। আর ৯ লাখ ৩৬ হাজার সংক্রমণ নিয়ে ৩০ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যু ছাড়িয়েছে ১৪ হাজার ৯শ।