জাপানে ভূমিধসে নিখোঁজ ২০

  • Update Time : ০৫:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / 190

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্ততপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের শীর্ষদেশ থেকে কালো কাদার ঢল নামছে এবং এগুলো শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ছে। বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে কিংবা কাদার স্তুপের নিচে চাপা পড়ে গেছে।

স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ভূমিধস শুরু হয়। শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জাপানি বার্তা সংস্থা কিওডো জানিয়েছে, বন্দর নগরীটি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দুর্যোগ মোকাবিলায় কর্মরত একটি টাস্কফোর্সের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি বিকট শব্দ শুনতে পেয়েছিলাম এবং নিচের দিকে কাদার ঢল নামতে দেখি। ওই সময় উদ্ধারকারী কর্মীরা জনগণকে এলাকা খালি করার অনুরোধ জানাচ্ছিলেন।’

Please Share This Post in Your Social Media


জাপানে ভূমিধসে নিখোঁজ ২০

Update Time : ০৫:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্ততপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের শীর্ষদেশ থেকে কালো কাদার ঢল নামছে এবং এগুলো শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ছে। বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে কিংবা কাদার স্তুপের নিচে চাপা পড়ে গেছে।

স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ভূমিধস শুরু হয়। শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জাপানি বার্তা সংস্থা কিওডো জানিয়েছে, বন্দর নগরীটি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দুর্যোগ মোকাবিলায় কর্মরত একটি টাস্কফোর্সের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি বিকট শব্দ শুনতে পেয়েছিলাম এবং নিচের দিকে কাদার ঢল নামতে দেখি। ওই সময় উদ্ধারকারী কর্মীরা জনগণকে এলাকা খালি করার অনুরোধ জানাচ্ছিলেন।’