গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, ট্রাম্পের আশা হামাসও রাজি হবে

- Update Time : ১০:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 64
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। প্রস্তাবিত চুক্তির শর্তাবলী মেনে নিয়েছে দেশটি। বিষয়টি মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে কাজ করবে যুদ্ধের অবসান ঘটাতে। তিনি বলেন, “গাজায় শান্তি প্রতিষ্ঠায় যেসব কাতার ও মিশরীয় কর্মকর্তা কঠোর পরিশ্রম করেছেন, তারাই চূড়ান্ত প্রস্তাবটি বাস্তবায়নের দায়িত্বে থাকবেন।”
গাজার পরিস্থিতি আরও অবনতি হতে পারে উল্লেখ করে হামাস যাতে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন ট্রাম্প। তবে প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তাবলী প্রকাশ করেননি তিনি।
ট্রাম্প আরও বলেন, “আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এ যুদ্ধে আর কোনো অগ্রগতি নেই—পরিস্থিতি কেবল আরও খারাপ হবে।”
এর আগে গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আগ্রহ দেখিয়েছেন বলে জানান ট্রাম্প।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রাণহানি ৫৬ হাজার ছাড়িয়েছে।