যুক্তরাষ্ট্রের চাপ, গাজা ইস্যুতে আলোচনায় ট্রাম্প–নেতানিয়াহু

- Update Time : ১০:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 57
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৭ জুলাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর তৃতীয় মুখোমুখি বৈঠক।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিতে হামাসের কাছ থেকে ছাড় আদায়ের জন্য যুক্তরাষ্ট্র যেন কাতারকে চাপ দেয়—সে লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সরকার।
এই সফরে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ইরানবিরোধী সামরিক অভিযান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের কৌশল নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া ‘আব্রাহাম চুক্তি’তে সিরিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী বলে একাধিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।