যুক্তরাষ্ট্রে আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

  • Update Time : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 51

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় বন্দুকধারীদের গুলিতে দুই দমকলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইডাহোর কোতেনাই কাউন্টি শেরিফ রবার্ট নরিস জানান, কোউর ডিঅ্যালেন শহরের কাছে এক বন্দুকধারী উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে দমকল ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

শেরিফ নরিস বলেন, “যখন আমরা ঘটনাস্থলে কথা বলছিলাম, তখনই স্নাইপার গুলি চালাতে শুরু করে। অনেক কর্মকর্তা জানিয়েছেন, একাধিক দিক থেকে গুলি আসছিল।” পরে ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে ওই এলাকায় বনভূমিতে আগুন লাগার খবর পাওয়া যায়। দুপুর ২টার দিকে খবর আসে দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শেরিফ নরিস বলেন, “আমরা নিশ্চিত নই ঘটনাস্থলে ঠিক কতজন বন্দুকধারী ছিল—একজন, দুজন, কিংবা তারও বেশি। তবে ধারণা করছি অন্তত দুজন দমকলকর্মী নিহত হয়েছেন।”

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানিয়েছেন, সংস্থার সদস্যরা কৌশলগত সহায়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আইডাহোর গভর্নর ব্রাড লিটল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “আমাদের সাহসী দমকলকর্মীদের ওপর একটি জঘন্য হামলা হয়েছে। আমি পুরো আইডাহোর বাসিন্দাদের আহ্বান জানাচ্ছি—ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।” তিনি আরও বলেন, পরিস্থিতি এখনও ঘোলাটে, তাই সকলকে আইনপ্রয়োগকারী বাহিনী ও দমকল সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাষ্ট্রে আগুন নেভাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

Update Time : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে আগুন নেভানোর সময় বন্দুকধারীদের গুলিতে দুই দমকলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইডাহোর কোতেনাই কাউন্টি শেরিফ রবার্ট নরিস জানান, কোউর ডিঅ্যালেন শহরের কাছে এক বন্দুকধারী উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে দমকল ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

শেরিফ নরিস বলেন, “যখন আমরা ঘটনাস্থলে কথা বলছিলাম, তখনই স্নাইপার গুলি চালাতে শুরু করে। অনেক কর্মকর্তা জানিয়েছেন, একাধিক দিক থেকে গুলি আসছিল।” পরে ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে ওই এলাকায় বনভূমিতে আগুন লাগার খবর পাওয়া যায়। দুপুর ২টার দিকে খবর আসে দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শেরিফ নরিস বলেন, “আমরা নিশ্চিত নই ঘটনাস্থলে ঠিক কতজন বন্দুকধারী ছিল—একজন, দুজন, কিংবা তারও বেশি। তবে ধারণা করছি অন্তত দুজন দমকলকর্মী নিহত হয়েছেন।”

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানিয়েছেন, সংস্থার সদস্যরা কৌশলগত সহায়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আইডাহোর গভর্নর ব্রাড লিটল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “আমাদের সাহসী দমকলকর্মীদের ওপর একটি জঘন্য হামলা হয়েছে। আমি পুরো আইডাহোর বাসিন্দাদের আহ্বান জানাচ্ছি—ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন।” তিনি আরও বলেন, পরিস্থিতি এখনও ঘোলাটে, তাই সকলকে আইনপ্রয়োগকারী বাহিনী ও দমকল সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।