কেরাণীগঞ্জে একটি চারতলা ভবন হেলে পড়েছে

  • আপডেটের সময়: ০৯:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / 277

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরাণীগঞ্জে একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভবনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলের দিকে খোলামোড়া মডেল টাউন এলাকায় চারতলা ভবনটি পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, খোলামোড়া মডেল টাউন এলাকায় মাত্র এক কাঠা জমির ওপর প্রায় ১০ বছর আগে তিনতলা বাড়ি নির্মাণ করেন স্থানীয় মোক্তার হোসেন। বছর খানেক আগে তিনি তিনতলার ওপর আরও একতলা নির্মাণ করেন। এমনকি চারতলারও ওপর টিনেসেডের ঘর তুলে ভাড়া দেয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, বাড়িটি নির্মাণে ইমারত নির্মাণ আইন মানা হয়নি। শক্ত পাইলিং না থাকায় ভবনটি হেলে পড়েছে। এদিকে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


কেরাণীগঞ্জে একটি চারতলা ভবন হেলে পড়েছে

আপডেটের সময়: ০৯:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরাণীগঞ্জে একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভবনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলের দিকে খোলামোড়া মডেল টাউন এলাকায় চারতলা ভবনটি পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, খোলামোড়া মডেল টাউন এলাকায় মাত্র এক কাঠা জমির ওপর প্রায় ১০ বছর আগে তিনতলা বাড়ি নির্মাণ করেন স্থানীয় মোক্তার হোসেন। বছর খানেক আগে তিনি তিনতলার ওপর আরও একতলা নির্মাণ করেন। এমনকি চারতলারও ওপর টিনেসেডের ঘর তুলে ভাড়া দেয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, বাড়িটি নির্মাণে ইমারত নির্মাণ আইন মানা হয়নি। শক্ত পাইলিং না থাকায় ভবনটি হেলে পড়েছে। এদিকে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।