আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের তালা, ইবি জিয়া পরিষদ ও সাদা দলের প্রতিবাদ

  • Update Time : ০৩:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • / 166

ইবি প্রতিনিধি:

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিস কক্ষে ছাত্রলীগ কর্তৃক তালা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. রশিদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, স্বাধীন বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং ৭৩’এর অধ্যাদেশে দেয়া অধিকার বলে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এ বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার কারো নেই। অনতিবিলম্বে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর আহ্বান জানাচ্ছি।

অপর এক বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব ড. এ.এস এম শরফরাজ নেওয়াজ এক বিজ্ঞপ্তিতে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঢাবির আইন বিভাগের শিক্ষক, বিশিষ্ট লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী ড. আসিফ নজরুলের অফিস কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ। এ ধরণের কার্যক্রম একটি গণতান্ত্রিক এবং স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগ এনে তার বিভাগীয় কক্ষে গত (১৮ আগস্ট) দুপুর দেড়টায় ছাত্রলীগ এবং বিকেল পৌনে ৫টায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এই অধ্যাপকের বিভাগীয় কক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের ১২৩ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন। এর প্রতিবাদ জানিয়ে সংবাদ বিবৃতি দেয়ে ইবি সাদা দল।

Tag :

Please Share This Post in Your Social Media


আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের তালা, ইবি জিয়া পরিষদ ও সাদা দলের প্রতিবাদ

Update Time : ০৩:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১

ইবি প্রতিনিধি:

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিস কক্ষে ছাত্রলীগ কর্তৃক তালা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. রশিদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, স্বাধীন বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং ৭৩’এর অধ্যাদেশে দেয়া অধিকার বলে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এ বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার কারো নেই। অনতিবিলম্বে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর আহ্বান জানাচ্ছি।

অপর এক বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব ড. এ.এস এম শরফরাজ নেওয়াজ এক বিজ্ঞপ্তিতে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ঢাবির আইন বিভাগের শিক্ষক, বিশিষ্ট লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী ড. আসিফ নজরুলের অফিস কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ। এ ধরণের কার্যক্রম একটি গণতান্ত্রিক এবং স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অভিযোগ এনে তার বিভাগীয় কক্ষে গত (১৮ আগস্ট) দুপুর দেড়টায় ছাত্রলীগ এবং বিকেল পৌনে ৫টায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এই অধ্যাপকের বিভাগীয় কক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের ১২৩ নম্বর রুমে তালা ঝুলিয়ে দেন। এর প্রতিবাদ জানিয়ে সংবাদ বিবৃতি দেয়ে ইবি সাদা দল।