ঢাবির মুহসীন হলে ‘২য় শহীদ স্মারক অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৬:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 217
জাননাহ, বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের আয়োজনে “২য় শহীদ স্মারক অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
মুহসীন হলের প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট দশটি দল অংশগ্রহণ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষার্থীদের স্মরণে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে মুহসীন হল ডিবেটিং ক্লাব।
ফাইনাল পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২–১ ব্যালটে চ্যাম্পিয়ন হয় “শহীদ মিরাজ টিম”। বিজয়ী দলের সদস্য ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের সিয়াম মাহমুদ হৃদয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ ফেরদৌস, এবং সমাজকল্যাণ বিভাগের মেহেদী হাসান। রানার-আপ হয় টিমের সদস্য ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের মো. সালমান খান, পপুলেশন সায়েন্স বিভাগের মাহমুদুল হাসান শাহান এবং বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মো. আশিকুর রহমান রাফি।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের সম্মানিত প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন হলের সিনিয়র হাউস টিউটর জিয়া স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, এবং হল সংসদের এজিএস মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. সাদ আরমান নাফিজ, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান তাঁর বক্তব্যে বিতার্কিকদের যুক্তি, সহমর্মিতা ও যৌক্তিক উপস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাফল্য কামনা করেন।
এছাড়াও এ আয়োজনে “বিতর্কিক অনুসন্ধান ২০২৫”-এর সেরা ৬ বিতার্কিকের পুরস্কার এবং ক্লাবের সেরা উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়।



























