বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : ০৮:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 81

জাননাহ, বিশেষ প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করেছে।

রবিবার (০১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দিনব্যাপী এ অভিযান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন হতে  হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। পরিবেশ সংরক্ষণের আন্দোলনে সারাবছর সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৮:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

জাননাহ, বিশেষ প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করেছে।

রবিবার (০১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দিনব্যাপী এ অভিযান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন হতে  হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। পরিবেশ সংরক্ষণের আন্দোলনে সারাবছর সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।