ঢাবিতে গাড়ি চাপা দিয়ে নারীকে হত্যা ; নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি

  • Update Time : ১০:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 176

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক নারীকে গাড়ির নিচে চাপা দিয়ে প্রায় দেড় কিলোমিটার টেনে-হিঁচড়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুবিনা আক্তার (৪৫)।

আজ শুক্রবার(২ ডিসেম্বর) বেলা ৩টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পর চালককে আটক করে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

জানা গেছে, আটক প্রাইভেটকারের চালকের নাম আজহার জাফর শাহ৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি থেকে নীলক্ষেত গামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে প্রতীয়মান হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে মানুষ।

কিন্তু তবুও গাড়িটি থামছিলোই না।পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় দেখা যায়। পরে উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ বলেন, ওই নারীকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আর প্রাইভেটকারের চালক এখনও চিকিৎসাধীন রয়েছে।

ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগ এলাকায়। তেঁজগাও থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাসায় আসছিলেন। শাহবাগ মোড়ে প্রাইভেটকার তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা আক্তার প্রাইভেটকারের বাম্পারের সাথে আটকে যান। এ অবস্থায় তাকে টেনে হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায় প্রাইভেটকারের চালক।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। তারা ক্যাম্পাসে চুরি, ছিনতাই রোধ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে সেখানে অবস্থান করেন৷

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে গাড়ি চাপা দিয়ে নারীকে হত্যা ; নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি

Update Time : ১০:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক নারীকে গাড়ির নিচে চাপা দিয়ে প্রায় দেড় কিলোমিটার টেনে-হিঁচড়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুবিনা আক্তার (৪৫)।

আজ শুক্রবার(২ ডিসেম্বর) বেলা ৩টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পর চালককে আটক করে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

জানা গেছে, আটক প্রাইভেটকারের চালকের নাম আজহার জাফর শাহ৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি থেকে নীলক্ষেত গামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে প্রতীয়মান হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে মানুষ।

কিন্তু তবুও গাড়িটি থামছিলোই না।পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় দেখা যায়। পরে উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ বলেন, ওই নারীকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আর প্রাইভেটকারের চালক এখনও চিকিৎসাধীন রয়েছে।

ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগ এলাকায়। তেঁজগাও থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাসায় আসছিলেন। শাহবাগ মোড়ে প্রাইভেটকার তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা আক্তার প্রাইভেটকারের বাম্পারের সাথে আটকে যান। এ অবস্থায় তাকে টেনে হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায় প্রাইভেটকারের চালক।

এদিকে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। তারা ক্যাম্পাসে চুরি, ছিনতাই রোধ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে সেখানে অবস্থান করেন৷