ঢাবি আইন অনুষদ ছাত্রলীগের জীবনবৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম সম্পন্ন
- Update Time : ১০:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / 350
জাননাহ, ঢাবি প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। আইন অনুষদ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিনের লক্ষ্যে জীবন বৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে আইন অনুষদে এ জীবন বৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি আফরেদী হাসান সেজা বলেন, আইন অনুষদের শিক্ষামূলক ও শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডের সাথে ইতোমধ্যেই সকলেই পরিচিত। আইন অনুষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মাধ্যমে এখানে ছাত্রলীগের গঠনমূলক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইন অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজয় বসু বলেন, আইন অনুষদ ছাত্রলীগের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক চেতনা জাগরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পাশাপাশি এটি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের সহ-শিক্ষামূলক কর্মকাণ্ড সম্পাদনের ক্ষেত্রেও অনুপ্রেরণা দিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়া, সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের উপ-আইন সম্পাদক শুভ আহমেদ, মুহসীন হল ছাত্রলীগের আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, উপ ধর্ম সম্পাদক নাহিয়ান নাবিল, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।