হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, ধারণা করা হচ্ছে আত্মহত্যা

  • Update Time : ১২:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 299

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সন্তোষ চন্দ্র ভবনের ১০ তলা থেকে পড়ে লিমন কুমার রায় নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।

আজ বুধবার(২৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। লিমন কুমারের বাড়ি রংপুরে।

তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৯-২০) সেশনের (২৬ ব্যাচ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার সহপাঠী ও জগন্নাথ হলের এক শিক্ষার্থী জানান, সকালে হলের ১০ তলা থেকে লিমন লাফ দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক লিমন কুমারকে মৃত ঘোষণা করেন।

লিমনের আরেকজন সহপাঠী বলেন, আমরা এখন ঢামেক হাসপাতালে আছি। সকালেও লিমন বিভাগের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে জানতে চেয়েছে, আজকে ক্লাস হবে কিনা? তার কিছুক্ষণ পরেই আমরা তার লাফ দেওয়ার কথা শুনি। সে খুবই হাসিখুশি ছেলে। এটিকে তার আত্মহত্যা বলে মনে হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, ধারণা করা হচ্ছে আত্মহত্যা

Update Time : ১২:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সন্তোষ চন্দ্র ভবনের ১০ তলা থেকে পড়ে লিমন কুমার রায় নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।

আজ বুধবার(২৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। লিমন কুমারের বাড়ি রংপুরে।

তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৯-২০) সেশনের (২৬ ব্যাচ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার সহপাঠী ও জগন্নাথ হলের এক শিক্ষার্থী জানান, সকালে হলের ১০ তলা থেকে লিমন লাফ দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক লিমন কুমারকে মৃত ঘোষণা করেন।

লিমনের আরেকজন সহপাঠী বলেন, আমরা এখন ঢামেক হাসপাতালে আছি। সকালেও লিমন বিভাগের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে জানতে চেয়েছে, আজকে ক্লাস হবে কিনা? তার কিছুক্ষণ পরেই আমরা তার লাফ দেওয়ার কথা শুনি। সে খুবই হাসিখুশি ছেলে। এটিকে তার আত্মহত্যা বলে মনে হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।