ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী : নির্বাচনে কোনো অগ্নিসন্ত্রাস চায় না শিক্ষার্থীরা

  • Update Time : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 200

জাননাহ, ঢাবি প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে (টিএসসি) আয়োজিত ‘জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস: মানুষ হত্যার রাজনীতি শীর্ষক’ দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অগ্নিসন্ত্রাস বিরোধী এই আলোতচিত্র প্রদর্শীর আয়োজন করেন ডাকসু’র সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজ সেবা সম্পাদক তানবীর হাসান সৈকত।

শিক্ষার্থীদের দাবি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনের আগে-পরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির নজির রয়েছে। বিরোধী দলগুলোকে অতিতের বিভিন্ন সময়ে এমনটি করতে দেখা গেছে। এতে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। অগ্নসন্ত্রাসের তাণ্ডবে স্বজন হারা হয় সাধারণ জনগণ। দেশে কৃত্রিম দুর্ভিক্ষ দেখা দেয়। এমনকি এর নেতিবাচক প্রভাব থেকে বাদ যায় না শিক্ষা ব্যবস্থাও। আমরা এমন ঘটনার সাক্ষী হয়েছি। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আর অগ্নিসন্ত্রাসের রাজনীতি দেখতে চান না তারা।

আলোতচিত্র প্রদর্শীর বিষয়ে জানতে চাইলে তানবীর হাসান সৈকত বলেন, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, দেশ বিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে জ্বালাও,পোড়াও,অগ্নি সন্ত্রাস,মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।

সাম্প্রতিক সময়ে সেই জনবিরোধী পুরনো শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের আপামর শিক্ষার্থী সমাজ ইতিহাসের প্রতিটি বাঁকে দেশের স্বার্থ, জনতার স্বার্থ প্রহরীর ন্যায় পাহারা দিয়েছে। ঐ অপশক্তি যদি আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে চায় তবে তা আমাদের সমাজকে আবারও খাদের কিনারে নিয়ে যাবে। এখন থেকেই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী : নির্বাচনে কোনো অগ্নিসন্ত্রাস চায় না শিক্ষার্থীরা

Update Time : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে (টিএসসি) আয়োজিত ‘জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস: মানুষ হত্যার রাজনীতি শীর্ষক’ দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অগ্নিসন্ত্রাস বিরোধী এই আলোতচিত্র প্রদর্শীর আয়োজন করেন ডাকসু’র সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজ সেবা সম্পাদক তানবীর হাসান সৈকত।

শিক্ষার্থীদের দাবি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনের আগে-পরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির নজির রয়েছে। বিরোধী দলগুলোকে অতিতের বিভিন্ন সময়ে এমনটি করতে দেখা গেছে। এতে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। অগ্নসন্ত্রাসের তাণ্ডবে স্বজন হারা হয় সাধারণ জনগণ। দেশে কৃত্রিম দুর্ভিক্ষ দেখা দেয়। এমনকি এর নেতিবাচক প্রভাব থেকে বাদ যায় না শিক্ষা ব্যবস্থাও। আমরা এমন ঘটনার সাক্ষী হয়েছি। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আর অগ্নিসন্ত্রাসের রাজনীতি দেখতে চান না তারা।

আলোতচিত্র প্রদর্শীর বিষয়ে জানতে চাইলে তানবীর হাসান সৈকত বলেন, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, দেশ বিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে জ্বালাও,পোড়াও,অগ্নি সন্ত্রাস,মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।

সাম্প্রতিক সময়ে সেই জনবিরোধী পুরনো শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের আপামর শিক্ষার্থী সমাজ ইতিহাসের প্রতিটি বাঁকে দেশের স্বার্থ, জনতার স্বার্থ প্রহরীর ন্যায় পাহারা দিয়েছে। ঐ অপশক্তি যদি আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে চায় তবে তা আমাদের সমাজকে আবারও খাদের কিনারে নিয়ে যাবে। এখন থেকেই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।