জাবিতে প্রক্সি দিতে গিয়ে ধরা, বুয়েটের সাবেক শিক্ষার্থীর কারাদণ্ড
- Update Time : ০১:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / 164
জাবি প্রতিনিধি:
বিশ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে (প্রক্সি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিপন তহিদুল হাসান নামের একজনকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদুল নিজেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নাজমুল হক নামের এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষায় বসেছিলেন।
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ৫ম শিফট চলাকালে তহিদুলকে আটক করেন হলের কর্তব্যরত শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল ও মাতার নাম মিনারা বেগম।
প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, জাবিতে ভর্তিচ্ছু নাজমুল হকের পরিবর্তে তহিদুল পরীক্ষা দিতে বসে। পরীক্ষা চলাকালে প্রবেশপত্রের সঙ্গে পরীক্ষার্থীর ছবির মিল না পাওয়ায় প্রক্টরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বরত শিক্ষকরা। রোববার রাতেই তাকে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আটক হওয়া তহিদুল বলেন, দুই বছর আগে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং উদ্ভাস থেকে ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে পরিচয় হয়। পরে তার বদলি হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়। সে অনুযায়ী নাজমুল হকের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছি।