অনেক ভালোবাসি তোমায়

  • Update Time : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / 510
অনেক ভালোবাসি তোমায়
ইন্সপেক্টর রাজীব কুমার দাশ
.
কিছু কথা কিছু গান কিছু অভিমান, তিনে মিলে হয় ভালোবাসা প্রাণ
হৃদয়ের ইথারে আসে ভালোবাসা ভেসে ভেসে বিচলিত মন প্রাণ
আহা! কী আবেশে এসেছো পাশে বুনেছ স্বপ্ন ইন্দ্রজাল।
.
কিছু স্মৃতি ধৃতি স্বর-মন হৃদয় বন্ধন মিলে মিশে হয়েছে একাকার
আবেগের পাঁচ বাড়িতে অনুরাগের ছোঁয়ায় হারিয়েছি বার বার।
গ্রীষ্মের সূর্য হতে দাবানল হিংস্র বুনো কুকুর পালে
ধূ ধূ মাঠ বালি পেরিয়ে আমাজন গহীনে ও দেখেছি তোমায়।
.
আমি দমকা ছায়া হিম বাতাস কালো মেঘে জড়িয়ে রেখেছি তোমায়
তুমি ময়ূর পেখম বর্তে কাছে টেনে নিলে আমায়
.
ভালোবাসার বৃষ্টি বিলাস বর্ষা জলে ভরিয়ে দিয়েছো
শতদল সরোবর অনন্য ভাবনায় আমি রাজহাঁস জলকেলি
উষ্ণ শিহরণে আরো কাছে পেয়েছি তোমায়।
.
শরতের সকালে হাওয়া মেঘ সরিয়ে ঝিরি ঝিরি বাতাস
কাশফুলে ডেকেছি তোমায় তুমি মেঘডুম্বুর শাড়ি পড়ে
আমার নীলাঞ্জনা হয়ে খোঁপা-বেণির বাঁধনে বাঁধিছো আমায়,
অনেক ভালোবাসি যে তোমায়।
.
হেমন্তের নবান্ন হলুদ শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি নতুন চালে ফিরনি-পায়েশ বিলিয়ে হয়েছো সবিশেষ
মাঘ কনকনে হাড় কাঁপানো শীতে।
.
ভালোবাসার উষ্ণ চাদরে জড়িয়ে রেখেছি যখন উদ্বাহু
আলিঙ্গন উষ্ণ অনুরাগ সুখ শিহরণ উত্তুঙ্গ মনন সুখে
হারাবো গ্রীক সভ্য ভাবনায় তখন।
.
সোনা রোদে বসে তোমার হাতটি ধরে
ধোঁয়া ওঠা খেজুর রসে পিঠেপুলি ভালোবাসায়
গেয়েছি জারি সারি গান কোকিলের কুহু ডাকে
পলাশ শিমুল ফাগুন হাসে
বসন্ত বাহারি ফুলের ঘ্রাণে মন করছে আনচান।
.
তুমি বাসন্তী শাড়ি পড়ে দুটি হাত ধরে বলছ আমায়
“আরো ভালোবাসা চাই” তুমি থাকলে পাশে কাঁঠাল চাপা
গন্ধরাজ-শিউলি হাসে সকাল দুপুর সন্ধ্যায়।
.
কোকিল বেশ গান ধরেছে, তোমার আজ ভুল ভেঙ্গেছে,,,
বসন্ত বাতাস কবিতা এনেছে তুমি বসন্ত উচ্ছাস নি:শ্বাস
বিশ্বাস তুমি অনন্য বসন্ত হয়ে আমার পাশে থাকো।
.
যমুনা তীরে প্রেমকুঞ্জ নীড়ে বিরহ নয়
মিলনের সুর বাঁধো সব-ই তুমি,
তোমার সব তুমিকে ভালোবাসি আমি।
.
লেখক: ওসি ডিবি, জেলা পুলিশ গাজিপুর।
.
Tag :

Please Share This Post in Your Social Media


অনেক ভালোবাসি তোমায়

Update Time : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
অনেক ভালোবাসি তোমায়
ইন্সপেক্টর রাজীব কুমার দাশ
.
কিছু কথা কিছু গান কিছু অভিমান, তিনে মিলে হয় ভালোবাসা প্রাণ
হৃদয়ের ইথারে আসে ভালোবাসা ভেসে ভেসে বিচলিত মন প্রাণ
আহা! কী আবেশে এসেছো পাশে বুনেছ স্বপ্ন ইন্দ্রজাল।
.
কিছু স্মৃতি ধৃতি স্বর-মন হৃদয় বন্ধন মিলে মিশে হয়েছে একাকার
আবেগের পাঁচ বাড়িতে অনুরাগের ছোঁয়ায় হারিয়েছি বার বার।
গ্রীষ্মের সূর্য হতে দাবানল হিংস্র বুনো কুকুর পালে
ধূ ধূ মাঠ বালি পেরিয়ে আমাজন গহীনে ও দেখেছি তোমায়।
.
আমি দমকা ছায়া হিম বাতাস কালো মেঘে জড়িয়ে রেখেছি তোমায়
তুমি ময়ূর পেখম বর্তে কাছে টেনে নিলে আমায়
.
ভালোবাসার বৃষ্টি বিলাস বর্ষা জলে ভরিয়ে দিয়েছো
শতদল সরোবর অনন্য ভাবনায় আমি রাজহাঁস জলকেলি
উষ্ণ শিহরণে আরো কাছে পেয়েছি তোমায়।
.
শরতের সকালে হাওয়া মেঘ সরিয়ে ঝিরি ঝিরি বাতাস
কাশফুলে ডেকেছি তোমায় তুমি মেঘডুম্বুর শাড়ি পড়ে
আমার নীলাঞ্জনা হয়ে খোঁপা-বেণির বাঁধনে বাঁধিছো আমায়,
অনেক ভালোবাসি যে তোমায়।
.
হেমন্তের নবান্ন হলুদ শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি নতুন চালে ফিরনি-পায়েশ বিলিয়ে হয়েছো সবিশেষ
মাঘ কনকনে হাড় কাঁপানো শীতে।
.
ভালোবাসার উষ্ণ চাদরে জড়িয়ে রেখেছি যখন উদ্বাহু
আলিঙ্গন উষ্ণ অনুরাগ সুখ শিহরণ উত্তুঙ্গ মনন সুখে
হারাবো গ্রীক সভ্য ভাবনায় তখন।
.
সোনা রোদে বসে তোমার হাতটি ধরে
ধোঁয়া ওঠা খেজুর রসে পিঠেপুলি ভালোবাসায়
গেয়েছি জারি সারি গান কোকিলের কুহু ডাকে
পলাশ শিমুল ফাগুন হাসে
বসন্ত বাহারি ফুলের ঘ্রাণে মন করছে আনচান।
.
তুমি বাসন্তী শাড়ি পড়ে দুটি হাত ধরে বলছ আমায়
“আরো ভালোবাসা চাই” তুমি থাকলে পাশে কাঁঠাল চাপা
গন্ধরাজ-শিউলি হাসে সকাল দুপুর সন্ধ্যায়।
.
কোকিল বেশ গান ধরেছে, তোমার আজ ভুল ভেঙ্গেছে,,,
বসন্ত বাতাস কবিতা এনেছে তুমি বসন্ত উচ্ছাস নি:শ্বাস
বিশ্বাস তুমি অনন্য বসন্ত হয়ে আমার পাশে থাকো।
.
যমুনা তীরে প্রেমকুঞ্জ নীড়ে বিরহ নয়
মিলনের সুর বাঁধো সব-ই তুমি,
তোমার সব তুমিকে ভালোবাসি আমি।
.
লেখক: ওসি ডিবি, জেলা পুলিশ গাজিপুর।
.