পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে ইবির ‘সিআরসি’

  • Update Time : ০৭:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 196

শাহিন রাজা, ইবি:

শীতার্ত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মসূচী পালন করেন তারা। এসময় তারা ৫০ জন পথশিশুর মাঝে শীতের কম্বল বিতরণ করেন।

এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের রহমান, উপ-অর্থ সম্পাদক এস এম সৌরভ শেখ, উপ-দপ্তর সম্পাদক এমদাদ হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘আজকের এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ‘সিআরসি’ ভবিষ্যতে আরও এই ধরনের কর্মসূচি পালন করবে। এজন্য সংগঠনের সদস্যদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে ‘সিআরসি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media


পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে ইবির ‘সিআরসি’

Update Time : ০৭:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

শাহিন রাজা, ইবি:

শীতার্ত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মসূচী পালন করেন তারা। এসময় তারা ৫০ জন পথশিশুর মাঝে শীতের কম্বল বিতরণ করেন।

এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের রহমান, উপ-অর্থ সম্পাদক এস এম সৌরভ শেখ, উপ-দপ্তর সম্পাদক এমদাদ হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘আজকের এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ‘সিআরসি’ ভবিষ্যতে আরও এই ধরনের কর্মসূচি পালন করবে। এজন্য সংগঠনের সদস্যদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে ‘সিআরসি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংগঠনটি পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।