ইবিতে বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠ
- Update Time : ০৮:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / 221
শাহিন রাজা, ইবি:
মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মরণে কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। শনিবার(১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নাইমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াতে জান্নাতসহ সংগঠনটির অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির অর্থসম্পাদক জানাতুল ফারজানা।
অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে কবিতা পাঠ করেন। পরে মহান বিজয় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন বলেন, কবিতা মানুষের মনকে প্রশান্ত করে। যা আমি চারপাশ থেকে দেখেছি। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।