ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর

  • Update Time : ০৭:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 167

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩ । এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে।

ঢাবি শিক্ষক সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ পরিষদ গঠিত হবে। শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের স্বাক্ষরিত তফসিল থেকে এসব তথ্য জানা গেছে।

এ তফসিল অনুযায়ী, সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং ১০ জন সদস্যসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত তফসিলে আরও জানানো হয়, সমিতির সদস্য তালিকা ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সমিতির অফিসে পাওয়া যাবে। যেসব শিক্ষক সদস্য নন তাদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে অনুরোধ জানানো যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বা সভাপতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ১৯ ডিসেম্বর রাত ৮টার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তবে নির্বাচনের দিনও যথানিয়মে সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল সাড়ে ৩টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর

Update Time : ০৭:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩ । এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে।

ঢাবি শিক্ষক সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ পরিষদ গঠিত হবে। শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের স্বাক্ষরিত তফসিল থেকে এসব তথ্য জানা গেছে।

এ তফসিল অনুযায়ী, সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং ১০ জন সদস্যসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত তফসিলে আরও জানানো হয়, সমিতির সদস্য তালিকা ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সমিতির অফিসে পাওয়া যাবে। যেসব শিক্ষক সদস্য নন তাদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে অনুরোধ জানানো যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বা সভাপতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ১৯ ডিসেম্বর রাত ৮টার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তবে নির্বাচনের দিনও যথানিয়মে সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল সাড়ে ৩টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।