বিএনপির ঘোষিত বিক্ষোভের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মিছিল ও শোডাউন
- Update Time : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / 219
জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সকাল থেকে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিএনপির ঘোষিত বিক্ষোভের প্রতিবাদে এ সব মিছিল ও শোডাউন করে ছাত্রলীগ৷
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য তারা বিক্ষোভ মিছিলসহ শোডাউন দিয়েছে।
এদিকে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের একটি মিছিল বের হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মধুর ক্যান্টিন, কলাভবন ঘুরে এসে টিএসসিতে শেষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচির বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে পুলিশের ওপর হামলা করে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি তাদের কার্যালয়ে ককটেল, বোমাসহ অনেক অস্ত্রসস্ত্র মজুত করে। তারা পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আন্দোলনের নাম করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।
তিনি বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন শেষে ঝালকাঠিতে ফেরার পথে বাসে ককটেল নিক্ষেপ করেছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কর্মসূচির নাম দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে সোচ্চার থাকবে।
পরে বেলা ১ টার পর মুহসীন হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন, সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ একত্রে তাদের অনুসারীদের নিয়ে আরেকটি বড় মিছিল বের করেন।
মিছিলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে সকলকে আহ্বান জানিয়ে নানা রকম স্লোগান দিতে থাকেন।