কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন চট্টগ্রামের সাতকানিয়ার ইমরান

  • Update Time : ১২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 302

ঢাকা কলেজ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মনোনীত হয়েছেন ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা এ এন মোহাম্মদ ইমরান।

গত ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি চিঠি গতকাল গণমাধ্যমের নজরে আসে। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত করা হলো।

এ এন মোহাম্মদ ইমরান বলেন, ‘আমি ছোটকাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাস অন্তরে লালন করি।’

তিনি আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে যাবো। আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত করে যথাযথ মূল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি।’

জানা যায়, দীর্ঘদিন থেকে ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ইমরান।

Tag :

Please Share This Post in Your Social Media


কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন চট্টগ্রামের সাতকানিয়ার ইমরান

Update Time : ১২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

ঢাকা কলেজ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মনোনীত হয়েছেন ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা এ এন মোহাম্মদ ইমরান।

গত ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি চিঠি গতকাল গণমাধ্যমের নজরে আসে। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত করা হলো।

এ এন মোহাম্মদ ইমরান বলেন, ‘আমি ছোটকাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাস অন্তরে লালন করি।’

তিনি আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে যাবো। আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত করে যথাযথ মূল্যায়ন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি।’

জানা যায়, দীর্ঘদিন থেকে ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ইমরান।