রাবিতে ফোকলোর আর্ন্তজাতিক সম্মেলন শুরু ২০ নভেম্বর

  • Update Time : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 171

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এসডিজির লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যা’ প্রতিবাদ্যে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী পঞ্চম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। আগামী ২০ নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।

শনিবার ( ১৯ নভেম্বর ) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

সম্মেলনে অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান জানান,
এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে ফোকলোর ব্যাবহারিক জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় সেটাই এই সম্মেলনের উদ্দেশ্য। এছাড়া সামাজিক উন্নয়নে ফোকলোরের ভুমিকা। টেকসই উন্নয়নে ফোকলোরের জ্ঞান কি কি ভূমিকা রাখতে পারে সেগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়। ফোকলোর শুধু পুরাতন জিনিস নয় বরং চিকিৎসাবিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪০ টি প্রবন্ধ পাঠ করা হবে এবং বাংলাদেশসহ ভারত, নেপাল, তুরস্ক, পোল্যান্ড ও আমেরিকার ৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে।

সম্মেলনের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উদ্বোধন করবেন রাজশাহীর নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সরকারি কর্ম কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফোকলোর বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. রতন কুমার, সরকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ।

উল্লেখ্য, ১৯৯৯সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০১ সালে দ্বিতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে ফোকলোর আর্ন্তজাতিক সম্মেলন শুরু ২০ নভেম্বর

Update Time : ০৯:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এসডিজির লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যা’ প্রতিবাদ্যে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী পঞ্চম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। আগামী ২০ নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।

শনিবার ( ১৯ নভেম্বর ) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

সম্মেলনে অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান জানান,
এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে ফোকলোর ব্যাবহারিক জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় সেটাই এই সম্মেলনের উদ্দেশ্য। এছাড়া সামাজিক উন্নয়নে ফোকলোরের ভুমিকা। টেকসই উন্নয়নে ফোকলোরের জ্ঞান কি কি ভূমিকা রাখতে পারে সেগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়। ফোকলোর শুধু পুরাতন জিনিস নয় বরং চিকিৎসাবিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪০ টি প্রবন্ধ পাঠ করা হবে এবং বাংলাদেশসহ ভারত, নেপাল, তুরস্ক, পোল্যান্ড ও আমেরিকার ৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে।

সম্মেলনের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উদ্বোধন করবেন রাজশাহীর নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সরকারি কর্ম কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফোকলোর বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. রতন কুমার, সরকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ।

উল্লেখ্য, ১৯৯৯সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০১ সালে দ্বিতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।