নজরুল বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার গবেষণা কর্মশালা সম্পন্ন
- Update Time : ০৯:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / 301
ক্যাম্পাস প্রতিনিধি :
প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক “গবেষণা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। গত ৯ই নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগে বিকেল এই “গবেষণা কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত গবেষণা কর্মশালার সম্মানিত আলোচক হিসেবে ছিলেন- জনাব মাসুদুর রহমান (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)।
এই গবেষণা কর্মশালাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। আর এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের ও শিক্ষাবর্ষের প্রায় ৬৫ জন শিক্ষার্থী।
সম্মানিত আলোচক গবেষণা কি, কেন, কিভাবে করা হয় সহ গবেষণার প্রয়োজনীয়তা, সুবিধা, ক্ষেত্র প্রভৃতি ইতিবাচক বিষয় তুলে ধরেন। এবং শিক্ষাজীবনে ও আত্মউন্নয়নে গবেষণার প্রয়োগের ব্যাপকতাও আলোচনা করেন। উক্ত বিষয়গুলো শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে তিনি বিভিন্ন ভিডিওগ্রাফি, তথ্য- উপাত্ত তুলে ধরেন। সেইসাথে উৎসুক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেন।
উক্ত কর্মশালায় কোনো নিবন্ধন ফি গ্রহণ করা হয়নি। এবং অংশগ্রহণকারী বন্ধুসভার সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সনদপত্রও প্রদান করা হবে।
“সত্যে তথ্যে” প্রথম আলোর ২৪ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনন্য কার্যকরী উদ্যোগ হিসেবে
গবেষণা কর্মশালার এই আয়োজনের সঞ্চালনা করে বন্ধুসভার সদস্য- জাফরিন হোসাইন। কর্মশালারর শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেয় সভাপতি- রাফিয়া ইসলাম ভাবনা। কর্মশালা শেষে জনাব মাসুদুর রহমান কে বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উক্ত আয়োজনের জন্য আলোচক বন্ধুসভার কাজগুলোর প্রশংসা করে সদস্যদের অনুপ্রেরণা দেন। এবং “বন্ধুসভা রিসার্চ টিম” গঠন করার পরামর্শ দেন এবং এতে সদস্যরা আনন্দের সাথে আগ্রহ প্রকাশ করে। এবং যত দ্রুত সম্ভব রিসার্চ টিম গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রত্যয় ব্যক্ত করে।
বছরব্যাপী সামাজিক, সাংস্কৃতিক, উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে মুখরিত থাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় বন্ধুদের শিক্ষাক্ষেত্রে গবেষণা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই উন্মুক্ত গবেষণা কর্মশালা আয়োজন করা হয়।