পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ৮২ Time View

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পর এবার ওয়েনডেতে সফরকারীদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টাইগ্রেস স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের।

সোমবার (৩০ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি।

টাইগ্রেসদের মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই তালিকায় আছেন অলরাউন্ডার সালমা। এ ছাড়া ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে বিবেচনা করা হয়েছে সুলতানা খাতুনকে।

পাকিস্তানের বিপক্ষে আগামী ৪, ৭ ও ১০ নভেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও ওয়ানডে তিনটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দুদলের সিরিজটি আইসিসির নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বীকৃত।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

Update Time : ০৩:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পর এবার ওয়েনডেতে সফরকারীদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টাইগ্রেস স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের।

সোমবার (৩০ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি।

টাইগ্রেসদের মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই তালিকায় আছেন অলরাউন্ডার সালমা। এ ছাড়া ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে বিবেচনা করা হয়েছে সুলতানা খাতুনকে।

পাকিস্তানের বিপক্ষে আগামী ৪, ৭ ও ১০ নভেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও ওয়ানডে তিনটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দুদলের সিরিজটি আইসিসির নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বীকৃত।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।