টিআর প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি সুমন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ২৩ Time View

মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) প্রকল্পে বরাদ্দের সব টাকায় শতভাগ কাজ করতে হবে। টিআর প্রকল্পের কাজে কেউ অনিয়ম-দুর্নীতি করলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের টিআর কর্মসূচির আওতায় রাণীনগরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তা সংস্কারসহ মোট ৫৩টি প্রকল্পের ৩৫ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থের প্রথম কিস্তির ট্রেজারী বিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এমপি সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন। আমি সেই বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করছি।

বরাদ্দপ্রাপ্তদের উদ্যেশে এমপি সুমন আরও বলেন, যে কাজের জন্য আপনাদের বরাদ্দ দেওয়া হয়েছে। সেই প্রকল্প আপনাদের শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমি সেই কাজ সরেজমিনে গিয়ে দেখবো। এতে কোন অনিয়ম-দুর্নীতি পাওয়া গেলে বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুসিয়ারি দেন তিনি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

টিআর প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি সুমন

Update Time : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) প্রকল্পে বরাদ্দের সব টাকায় শতভাগ কাজ করতে হবে। টিআর প্রকল্পের কাজে কেউ অনিয়ম-দুর্নীতি করলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের টিআর কর্মসূচির আওতায় রাণীনগরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তা সংস্কারসহ মোট ৫৩টি প্রকল্পের ৩৫ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থের প্রথম কিস্তির ট্রেজারী বিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এমপি সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন। আমি সেই বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করছি।

বরাদ্দপ্রাপ্তদের উদ্যেশে এমপি সুমন আরও বলেন, যে কাজের জন্য আপনাদের বরাদ্দ দেওয়া হয়েছে। সেই প্রকল্প আপনাদের শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমি সেই কাজ সরেজমিনে গিয়ে দেখবো। এতে কোন অনিয়ম-দুর্নীতি পাওয়া গেলে বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুসিয়ারি দেন তিনি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ।