ঢাবির শামসুন নাহার হলে ‘হিট ওয়েভ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • / ৪৩ Time View

জাননাহ, ঢাবি প্রতিবেদক

চলমান দাবদাহে আবাসিক ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে ‘Navigating Crisis of Heat Wave : A Primer on Disaster Management’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় শামসুন নাহার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব-এর উদ্যোগে হল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শামসুন নাহার হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিজাস্টার সাইন্স এন্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসাইন । এছাড়া আবাসিক শিক্ষিকামন্ডলী ও আবাসিক ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে হিট ওয়েভ বিষয়ে উপস্থাপনা করেন ক্লাবের সদস্য সুজানা ও কানিজ। ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী ইভা সেমিনারটি পরিচালনা করেন।

মূল বক্তা ড. সাখাওয়াত হোসাইন তীব্র তাপ প্রবাহ কী,তার কারণ, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা ও বর্তমানে মানুষের করণীয় কী ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেন। এসময় তিনি বলেন, “Environmental Conservation is nothing but using your common sense.”

এরপর শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল। তিনি বলেন, “বর্তমান উপাচার্য মহোদয়ের নির্দেশে প্রতিটি হলের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সকল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ভবিষ্যতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক দুর্ঘটনা মোকাবিলায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে এবং নানা প্রকার দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে।”

সেমিনার শেষে ক্লাবের পক্ষ থেকে আবাসিক শিক্ষক এবং ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী ফারিহা সুমনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাবির শামসুন নাহার হলে ‘হিট ওয়েভ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ১১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

চলমান দাবদাহে আবাসিক ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে ‘Navigating Crisis of Heat Wave : A Primer on Disaster Management’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় শামসুন নাহার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব-এর উদ্যোগে হল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শামসুন নাহার হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিজাস্টার সাইন্স এন্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসাইন । এছাড়া আবাসিক শিক্ষিকামন্ডলী ও আবাসিক ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে হিট ওয়েভ বিষয়ে উপস্থাপনা করেন ক্লাবের সদস্য সুজানা ও কানিজ। ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী ইভা সেমিনারটি পরিচালনা করেন।

মূল বক্তা ড. সাখাওয়াত হোসাইন তীব্র তাপ প্রবাহ কী,তার কারণ, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা ও বর্তমানে মানুষের করণীয় কী ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেন। এসময় তিনি বলেন, “Environmental Conservation is nothing but using your common sense.”

এরপর শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল। তিনি বলেন, “বর্তমান উপাচার্য মহোদয়ের নির্দেশে প্রতিটি হলের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সকল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ভবিষ্যতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক দুর্ঘটনা মোকাবিলায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে এবং নানা প্রকার দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে।”

সেমিনার শেষে ক্লাবের পক্ষ থেকে আবাসিক শিক্ষক এবং ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী ফারিহা সুমনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।