নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, তিন জুয়ারির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ৩০ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়ারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা সদরের খট্রেশ্বর হাদিপাড়ায় রাণীনগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আত্রাই উপজেলার সাহেগঞ্জ এলাকার রহিদুল ইসলামকে সাতদিন, একই উপজেলার জামালগঞ্জ গ্রামের রিয়াদ হোসেনকে ২০দিন এবং রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খট্রেশ্বর হাদিপাড়া মাঠের মধ্যে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার আসর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এরপর জুয়া খেলার অপরাধে আটককৃত তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, থানা পুলিশের অফিসার-ফোর্স ও উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, তিন জুয়ারির কারাদণ্ড

Update Time : ০৯:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়ারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা সদরের খট্রেশ্বর হাদিপাড়ায় রাণীনগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আত্রাই উপজেলার সাহেগঞ্জ এলাকার রহিদুল ইসলামকে সাতদিন, একই উপজেলার জামালগঞ্জ গ্রামের রিয়াদ হোসেনকে ২০দিন এবং রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খট্রেশ্বর হাদিপাড়া মাঠের মধ্যে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার আসর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এরপর জুয়া খেলার অপরাধে আটককৃত তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, থানা পুলিশের অফিসার-ফোর্স ও উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান।