হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার ইস্যুর আবেদন বাতিল
- Update Time : ০২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / 21
নিজস্ব প্রতিনিধি:
পুঁজিবাজারে স্বল্পমূলধনীর কোম্পানি হিসেবে পরিচিত ইমাম বাটনের বিরুদ্ধে অনিয়মের নানান অভিযোগ ছিলো। সম্প্রতি কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আলোচ্য শেয়ার ইস্যুর জন্য অনুমোদন চাইলে তা নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বিএসইসি জানায়, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন। কোম্পানিটির আবেদন নাকচ করে দেওয়ার পেছনে দুটো কারণও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করে শেয়ার মানি ডিপোজিটের জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করা হয়। এছাড়া কোম্পানিটি জাল ও বানোয়াট নথি প্রদান করে বলে জানায় বিএসইসি।