সর্বশেষ ৫ম চালানে এলো ০৯ টি অ্যাম্বুলেন্স
- Update Time : ০১:৪৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / 157
মো:সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
উপহারের ৫ম চালানে এলো ০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এ নিয়ে অ্যাম্বুলেন্সের সংখ্যা দাড়ালো ১০৯ টি। এর আগে পর্যায়ক্রমে ৪টি চালানের মাধ্যমে ২১ মার্চ ১টি, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি সহ মোট ১০০ টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক সর্বশেষ চালানটি এসে পৌছালো বাংলাদেশে।
বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সকালের দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে এসে পৌছে। অ্যাম্বুলেন্স আমদানিকারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপহারের অ্যাম্বুলেন্স গুলি সঠিক ভাবে ঢাকায় পৌঁছেছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্স গুলি তুলে দিবেন বলে জানা যায়।
উল্লেখ্য, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় বন্ধু প্রতিম দেশ বাংলাদেশকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।