বাংলাদেশ ক্রিকেট দলকে তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন
- Update Time : ০৮:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / 164
নিজস্ব প্রতিনিধি:
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
অভিনন্দন বার্তায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান আরো বলেন, দুর্দান্ত খেলে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। আজ জিতেছে দারুণ লড়াই করে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন দুর্দান্ত লড়াকু দল। আগামী সকল ম্যাচেও বাংলাদেশ দলের বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।