ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রর্দশন শেষে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
- আপডেটের সময়: ০৮:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 103
হুমায়ুন কবির (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম(৮০)এর রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩অক্টোবর)বাধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন) তার বাড়ি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেল ৫ টায় মরহুমের জানাজা পীরদিঘি হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পীরদিঘি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাকারিয়া মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও মজিবর রহমান,ইউনিয়ন বিএনপি সভাপতি রেজুয়ানুল বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।



























