কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে ব্লকেড কর্মসূচী ইবি শিক্ষার্থীদের
- আপডেটের সময়: ০৮:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 50
ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ কর্মসূচী পালন করেন তারা। ফলে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের এক ঘন্টা পর বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা হাজার হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করি। বর্তমানে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে, প্রায় সময়েই এই সড়কে দূর্ঘটনার ঘটনা ঘটে। কিছুদিন আগে আমরা আমাদের এক ভাইকে এই সড়কে হারিয়েছি, আমরা আর কাউকে হারাতে চাই না। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, এই সড়ক সংস্কার করা হবে। কিন্তু প্রশাসন শুধু আমাদের আশ্বাস দিয়েই যাচ্ছে। আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না, দ্রুত সংস্কার চাই। আমরা জুলাই আন্দোলন রাজপথে করেছি, সড়ক সংস্করের আন্দোলনও রাজপথেই সমাধান হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, প্রশাসন আগামী এক সপ্তাহের মধ্যে এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে। তারা যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই রাস্তা সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করবো।



























