অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

- Update Time : ১০:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 56
এরফান হোছাইনঃ
ভিজিএফ চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ করায় কক্সবাজারের উখিয়ায় চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক ইউপি সদস্য। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।
গত ২৮ মে উখিয়ার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ হামজা কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন: দৈনিক মানবজমিনের সরোয়ার আলম শাহীন, সময়ের কন্ঠস্বরের মোহাম্মদ ফেরদৌস, টিটিএনের ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের রিদুয়ান সোহাগ।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, উখিয়াসহ কক্সবাজারের সাংবাদিক সমাজ এই মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
Tag :