নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

- Update Time : ১১:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 184
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ি পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের বাড়ির গোয়াল ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে।
দুলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ি সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান দু’টি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দু’টি এবং তার বাবা মজিবর রহমানের দু’টিসহ চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর মূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা হবে। চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।
Tag :