কেসিসি’র পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

  • Update Time : ০৪:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 46

খুলনা সিটি কর্পোরেশনের পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে।

কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।

কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত এসএনভি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘‘সাসটেইন্যাবল ওয়াটার সাইকেলস ইন বাংলাদেশ (এসইউডাব্লিউসি)’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে এসইউডাব্লিউসি প্রকল্পের আওতায় রাজবাঁধে কেসিসি’র মানববর্জ্য শোধনাগারটি স্থাপন করা হয়।

বর্জ্য শোধনাগারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এছাড়া এ প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্টদের পয়:বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ যেমন, সংগ্রহ, পরিবহন ও পরিশোধন বিষয়ে দক্ষতা বৃদ্ধি; কর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও তাদের দায়-দায়িত্ব সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব আসিফ রহমান কেসিসি’র এ মানব বর্জ্য শোধনাগারটিকে এশিয়া মহাদেশের অন্যতম একটি পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, আগামীতে এ প্রকল্পটি দেশের অন্যান্য শহরের জন্য অনুকরণীয় হয়ে উঠবে। সে কারণে এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরী।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচানালার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এসএনভি’র কাস্টার কোঅর্ডিনেটর উজ¦ল কুমার দাস চৌধুরী, বিসিসি অফিসার খাদিজাতুল কোবরা, স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং কোঅর্ডিানেটর শাকের আহমেদ, ক্যাপাসিটি বিল্ডিং এডভাইজার কেকা অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেসিসি’র কঞ্জারভেন্সী ও পূর্ত বিভাগের সংশ্লিষ্ট ১৫জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


কেসিসি’র পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

Update Time : ০৪:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

খুলনা সিটি কর্পোরেশনের পয়:বর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে।

কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।

কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত এসএনভি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘‘সাসটেইন্যাবল ওয়াটার সাইকেলস ইন বাংলাদেশ (এসইউডাব্লিউসি)’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে এসইউডাব্লিউসি প্রকল্পের আওতায় রাজবাঁধে কেসিসি’র মানববর্জ্য শোধনাগারটি স্থাপন করা হয়।

বর্জ্য শোধনাগারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংশ্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এছাড়া এ প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্টদের পয়:বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ যেমন, সংগ্রহ, পরিবহন ও পরিশোধন বিষয়ে দক্ষতা বৃদ্ধি; কর্মীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও তাদের দায়-দায়িত্ব সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব আসিফ রহমান কেসিসি’র এ মানব বর্জ্য শোধনাগারটিকে এশিয়া মহাদেশের অন্যতম একটি পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, আগামীতে এ প্রকল্পটি দেশের অন্যান্য শহরের জন্য অনুকরণীয় হয়ে উঠবে। সে কারণে এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরী।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচানালার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।

কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এসএনভি’র কাস্টার কোঅর্ডিনেটর উজ¦ল কুমার দাস চৌধুরী, বিসিসি অফিসার খাদিজাতুল কোবরা, স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং কোঅর্ডিানেটর শাকের আহমেদ, ক্যাপাসিটি বিল্ডিং এডভাইজার কেকা অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেসিসি’র কঞ্জারভেন্সী ও পূর্ত বিভাগের সংশ্লিষ্ট ১৫জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।