বিষ্ণুপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৬:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / 315
আনিসুল ইসলাম নাঈম:
সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বিষ্ণুপুর স্পোর্টিং ক্লাবের(বিএসসি)’ উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ (১০ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রায় ১৩০টি শীতবস্ত্র(কম্বল) অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সংগঠনের সফলতা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে লালপুর বালুধূম উচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার আহমেদ বলেন, ‘আমি প্রথমেই শীতবস্ত্র বিতরণের আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা অন্য কাজে টাকা খরচ না করে একটি ভালো কাজ করেছেন, এজন্য আমি অত্যন্ত খুশী হয়েছি। সবাই তাদের দেওয়া উপহার গ্রহন করবেন।’ তিনি আরো বলেন, ‘আপনারা সবাই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন। যাতে ভবিষ্যতে তারা এরকম আরো ভালো ভালো কাজ করতে পারেন।’
উক্ত অনুষ্ঠানে অ্যাডভোকেট কাউয়্যুম মোল্লা বলেন, ‘বিএসসি স্পোর্টিং ক্লাবের সকলকে আমার পক্ষ থেকে সালাম(আস্সালামু-লাইকুম)। কিছুদিন আগে সংগঠনের যাত্রার শুরুতেই জুম্মার নামাজের শেষে মসজিদে মিলাদ ও তবারকের আয়োজন করা হয়। আমি ক্লাবের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা সামাজিক উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে ক্লাবটি এগিয়ে নিয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় তারা আজ মানুষের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমি তাদের ভালো কাজের জন্য সকলকে ধন্যবাদ জানাই। সংগঠনের সদস্য অন্য কাজে টাকা খরচ না করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। আপনারা প্রত্যেকে তাদের জন্য দোয়া করেন। ভবিষ্যতে এই সংগঠন থেকে আরো ভালো ভালো কাজ করতে পারেন। আর আপনারা এমন কোন কাজ করেন না। যাতে সুন্দর যাত্রায় ব্যাঘাত ঘটে।’
অনুষ্ঠানে লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘সংগঠনের কার্যক্রম আমার খুব ভালো লেগেছে। সংগঠন সংশ্লিষ্ট সকলে সুন্দর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অত্যন্ত মহৎ একটি কাজ করেছেন। আপনাটা যে উদ্দেশ্য সংগঠন তৈরি করেছেন, সে উদ্যোগে যাতে সফল হতে পারেন। আপনার সমাজে আরো ভালো ভালো কাজ করেন। সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান। সেই প্রত্যাশা রইলো। এ ছাড়া নিজেদের সাধ্য অনুযায়ী সমাজের মানুষের পাশে দাড়াবেন।’
এ ছাড়া কাসেম হাওলাদার বলেন, ‘আমাদের সকলকে কোরআন হাদীসের পথে চলার চেষ্টা করবো। তাহলে আমরা কামিয়াবি হব। এ সংগঠনটিকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা কয়েকদিন আগে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। মহান আল্লাহতায়ালা এবং সবার কাছে দোয়া চাই, যাতে সংগঠনটি অনেক দূর এগিয়ে যায়।’
মো. ফয়সাল হাজরা বলেন, ‘বিএসসি স্পোর্টিং ক্লাব একটি সামাজিক সংগঠন। এ সংগঠনে থেকে সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সেই লক্ষ্যেই আমাদের সামনের পথচলা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পাশাপাশি সংগঠনের অন্যতম সদস্য রুবেল মাল বলেন, ‘আজ আমরা শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতে আরো ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য অজিউল্লাহ সরকার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য কামাল হোসেন প্রধানীয়া, রুবেল মাল, মহিন মাল, রুমান মাল, ইসমাইল মাল, মোহাম্মদ আলী মাল, জুয়েল মাল, মোস্তফা হাওলাদার, মহসিন মোল্লা, মো. মাসুদ খান, সজীব প্রধানীয়া, রবিউল মোল্লাসহ প্রমুখ।
বিষ্ণুপুর স্পোর্টিং ক্লাবটি(বিএসসি) যাত্রার শুরু থেকেই বিভিন্ন সামাজিকমূলক কাজ চলমান রেখেছেন। জানা যায়, ভবিষ্যতেও তারা এ ধরনের কাজের ধারাবাহিকতা ধরে রাখবেন